রেফারি মারধরের শাস্তি পেল ইয়ংমেন্স ক্লাব

রেফারি মারধরের শাস্তি পেল ইয়ংমেন্স ক্লাব

ম্যাচ হেরে রেফারি জিএম চৌধুরি নয়নকে মারধর করার শাস্তি পেল বাংলদেশ চ্যাম্পিয়শিপ লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার সভা করে ইয়ংমেন্স ক্লাবকে ২ লাখ টাকা জরিমানা এবং মারধরের নেতৃত্ব দেয়া ক্লাবটির সহকারী ম্যানেজার এম এইচ পিপুলকে ১ বছর সাসপেন্ড করেছে। জরিমানার ২ লাখ টাকা ১৪ অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশও দিয়েছে বাফুফে।

গত ১২ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের উত্তর বারিধারা ও ইয়ংমেন্স ক্লাবের খেলা শেষে ফকিরেরপুলের একটি হোটেলের সামনে এম এইচ পিপুলর নেতৃত্বে কয়েকজন মারধর করে রেফারি নয়নকে। ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ১-০ গোলে হারে উত্তর বারিধারার কাছে।

একই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফরাশগঞ্জের সহ-সভাপতি সারোয়ার হাসান আলো শ’দুয়েক সমর্থক নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করায় ক্লাবটিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাফুফে। শনিবারের মধ্যে ক্লাবটির কারণ দর্শানো নোটিশের জবাব দেয়ার সময় বেধে দিয়েছে বাফুফে।

খেলাধূলা