সাতক্ষীরার তিন উপজেলায় ঝড়ের সময় বজ্রপাত ও দেয়াল চাপায় চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, উপজেলার নোরার চারকুনি এলাকায় শনিবার সকাল ৯টায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯ জন। তারা সেখানে কর্মসৃজন প্রকল্পের আওতায় কাজ করছিলেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ইদ্রিস আলীর অবস্থা আশঙ্কাজনক।
মৃত নাজমুল হোসেন উপজেলার চিনেডাঙা গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।
এদিকে ঝড়ের সময় দেয়াল চাপায় দেবহাটার নোরার চারকুনি গ্রামের ফরিদা বেগমের (৫০) মৃত্যু হয়। তার স্বামীর নাম ওয়াদুদ আলী।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সকালে ঝড়ের সময় বজ্রপাতে তালা উপজেলার চৌমরখালী গ্রামের আব্দুল জব্বারের (৪০) মৃত্যু হয়। তার বাবার নাম আরিফ মোড়ল। ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারি বলেন, আশাশুনি উপজেলার বেউলা গ্রামে বজ্রপাতে সকাল ৯টায় রঞ্জিতা খাতুন (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি এ সময় মাঠে কাজ করছিলেন।