চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৬৮তম জন্মদিন আজ সোমবার। ১৯৫০ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী।
মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ছবির মোটিভ, রঙ ও কম্পোজিশনে বাংলাদেশের মুক্তি সংগ্রামের চেতনা অতুলনীয়ভাবে উপস্থাপিত হয়েছে। তার ছবির মুখ্য বিষয় হলো সমসাময়িক মানুষ। তিনি অনবরত আঁকেন বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথকে।
১৯৭৩ সালে ফরাসি সরকারের বৃত্তি পেয়ে প্যারিসে যান শাহাবুদ্দিন। এরপর সেখানেই থিতু হন তিনি।
বাংলাদেশসহ বুলগেরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সের বিভিন্ন জনপ্রিয় গ্যালারি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এ শিল্পীর চিত্রকর্ম সংরক্ষিত আছে।
স্বাধীনতা পুরস্কার, রাষ্ট্রপতি স্বর্ণপদক, শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা পাওয়া এই গুণী চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নাইট’-এ ভূষিত হয়েছেন।