বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ অনুশীলন সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ শীর্ষক যৌথ অনুশীলন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় শেষ হয়েছে।

শুক্রবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ তে মূলত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশে বিভিন্ন ধরনের অনুশীলন করা হয়।

এই অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০, একটি এন-৩২ পরিবহন বিমান এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০ পরিবহন বিমান অংশগ্রহণ করে।

এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধির অনুশীলন করা হয়। পাশাপাশি অনুশীলনে প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর যেসব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং বাংলাদেশের সি-১৩০ বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ১নং প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

পাঁচ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০১২’ গত ২২ এপ্রিল শুরু হয়।

বাংলাদেশ