গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতাকর্মী, মন্ত্রিসভার সদস্য, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজাহার শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার সকাল ১০টায় দলের কার্যনিবাহী সংসদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
এরপর কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের সিনিয়র নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসী ও বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী সকলের সুখ ও সমৃদ্ধ জীবন কামনা করেন। এছাড়াও তিনি পবিত্র হজব্রত পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদেরও শুভেচ্ছা জানান। এ সময় অতিথিদের সেমাই, কেক, ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।