‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

শুরু হলো বিশ্ব মুসলিমের মহাসম্মেলন পবিত্র হজ। লাখো কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক… প্রতিধ্বনিতে মুখরিত হচ্ছে পবিত্র আরাফাতের পাহাড় ঘেরা ময়দান।

আজ বৃহস্পতিবার ফজরের ওয়াক্তের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন। হজ শেষ হওয়ার পর্যন্ত এখানেই থাকবেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, মিনায় অবস্থান করছেন প্রায় ২০ লাখ মানুষ। এর মধ্যে বাংলাদেশ থেকে হজ পালন করছেন এক লাখ ২৭ হাজার ২২৯ জন। প্রতি বছরের মতো এবারও হজের সময় মুসলিম­দের অস্থায়ী আবাস হিসেবে মিনায় লাখ লাখ তাঁবু বসানো হয়েছে।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

পবিত্র হজ উপলক্ষে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। মোতায়েন রয়েছে এক লাখের বেশি নিরাপত্তাকর্মী। হাজিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে মিনায় কিছু দূর পরপর আছে হাসপাতাল।

৮ জিলহজ বুধবার সকাল থেকেই ইহরাম বেঁধে হাজিরা মক্কা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মিনায় গিয়ে তাঁবুতে অবস্থান নেন। বৃহস্পতিবার ৯ জিলহজ মিনার তাঁবুতে ফজরের নামাজের পর সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানে অবস্থান নেবেন।

Featured বাংলাদেশ শীর্ষ খবর