গাজীপুরের সফিপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি-ভোগড়া এলাকায়ও যানবাহনের ধীর গতি রয়েছে। কোথাও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
বেশি ভাড়া আদায়ের দাবি করছেন যাত্রীরা। বৃহস্পতিবার বিকেলে পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কের ধারণ ক্ষমতা অনুযায়ী অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এতে সফিপুর ও কালিয়াকৈর বাইপাস এলাকায় থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এখনো বিপুল সংখ্যক যাত্রী স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। পর্যাপ্ত গাড়ি না পেয়ে ট্রাক, পিকাআপ ও বাসের ছাদের করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি ও ভোগড়া এলাকায়ও যানবাহনের ধীর গতি রয়েছে। যাত্রীরা বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন। তবে শালনা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. হোসেন সরকার বলছেন, সড়ক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।