কয়লা উত্তোলনের সিদ্ধান্ত এখনই নিতে হবে : অর্থমন্ত্রী

কয়লা উত্তোলনের সিদ্ধান্ত এখনই নিতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘আগামী ২০২০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ কয়লা থেকে উত্পাদনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য কয়লা উত্তোলনের সিদ্ধান্ত এখনই নিতে হবে। হোক সেটা উন্মুক্ত অথবা ভূগর্ভস্থ পদ্ধতিতে।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘রংপুর বিভাগের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ’ শীর্ষক প্রাক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘উন্মুক্ত পদ্ধতিতে ৮০ শতাংশ কয়লা ব্যবহার করা যায়, আর ভূগর্ভস্থ পদ্ধতিতে ১০ থেকে ১৩ শতাংশ। তবে যে পদ্ধতিতেই হোক, স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করতে হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন আসনের ১১ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

অর্থ বাণিজ্য