এবিবি’র সঙ্গে ডিএসই’র বৈঠক শুরু

বর্তমান বাজার স্থিতিশীল রাখার বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) সঙ্গে বৈঠক শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ডিইসই’র বোর্ড রুমে এ বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান বিরোধী দল বিএনপি’র ডাকা তৃতীয় দিনের হরতালের কারণে ডিএসই’র পরিচালনা পর্ষদ তা স্থগিত করে।

বৈঠকে ডিএসই’র পক্ষ থেকে প্রেসিডেন্ট মো. রকিবুর রহমানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ ও এবিবি’র একটি প্রতিনিধি দল উপস্থিত আছেন।

জানা যায়, বৈঠকে পুঁজিবাজার কিভাবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও স্থিতিশীল করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

অর্থ বাণিজ্য