আগামী ২ আগস্ট (শনিবার) সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উদ্দেশ্যে ইতোমধ্যেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষেরা। এ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় এড়াতে আগামীকাল ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রুটে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বন্দর হতে চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ইচুলী, মাদারীপুর, কালাইয়া, আমতলী, বোরহানউদ্দীন, পটুয়াখালী, হুলারহাট, লালমোহন, রাঙ্গাবালী, টরকী এবং লেতরা বাজার রুটে এই বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল করবে।
এ ছাড়া চাঁদপুর নদী বন্দর থেকে বরিশাল এবং নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে চাঁদপুর, তালতলা, রামচন্দ্রপুর, মাছুয়াখালী, সুরেশ্বর ও মতলব রুটেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল করবে।