ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীদের পোশাকের বিষয়ে নতুন একটি নির্দেশনা দেয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, ‘হলের অভ্যন্তরে দিন বা রাতে কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হল অফিসে কোনো কাজের জন্য প্রবেশ করা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’
সুফিয়া কামাল হলের এই নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনা। অনেকে নোটিশটি পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন।
হলের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, হলের অভ্যন্তরে কে কোন ধরনের পোশাক পরিধান করবে তা হল কর্তৃপক্ষের বিষয় নয়। এটা যার যার পছন্দের বিষয়। তাদের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে হলের প্রাধ্যক্ষ ড. সাবিতা রেজওয়ানা রহমান নোটিশের বিষয়টি অস্বীকার করেন। তিনি জাগো নিউজকে বলেন, এই নোটিশ আমাদের হল কর্তৃপক্ষের নয়। কর্তৃপক্ষের কোন স্ক্ষবারও নেই এতে। তাই বিষয়টি নিয়ে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। এটা খুবই একটি বিব্রতকর বিষয়।
উল্লেখ্য, সুফিয়া কামাল হলে ২০১৩ সাল থেকে ছাত্রীরা থাকছেন। বর্তমানে হলের আবাসিক ছাত্রী সংখ্যা দুই হাজার এবং অনাবাসিক ছাত্রী সংখ্যা ৩ হাজার ৩০০।