রাজধানীতে দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।
মো. সাইদুর রহমান রুবেল জানান, বুধবার রাজধানীর গুলশানে মিরাকিং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রয় করায় ব্যবস্থাপক মো. কামাল শরীফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আই ফ্যাশন অপটিক্সে অনুনোমদিত সাইন বোর্ড লাগিয়ে প্রতিষ্ঠানের প্রচারণা করায় ব্যবস্থাপক মিজানুর রহমান মিথুনকে ৫০ হাজার টাকা করে এ দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।