এসপি মিজানের জন্য মানুষের প্রার্থনা

এসপি মিজানের জন্য মানুষের প্রার্থনা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান এখন অনেকটাই সুস্থ। তবে পায়ে এবং কোমরে এখনো ব্যথা অনুভব করছেন তিনি। জনবান্ধব ও মানিবক এ পুলিশ কর্মকতার দ্রুত সুস্থ্যতার জন্য প্রার্থনা জানিয়ে অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এসপি মিজানুর রহমানের ব্যক্তিগত ফেসবুক পেইজজুড়ে কেবল মানুষের প্রার্থনার পোস্ট।

নাঈম ইসলাম সরকার নামে এক সংগঠন কর্মী এসপি মিজানুর রহমানের সুস্থতা কামনা করে তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পুলিশ সুপার মহোদয়ের গাড়ি অ্যক্সিডেন্ট শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম। রাখে আল্লাহ, মারে কে। গতবছরও স্যার গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখিন হয়েছিল, আজও হলো। এক কথায় বলতে গেলে যার সাথে সকল মানুষের দোয়া আছে, তার সাথে আল্লাহ আছে। আল্লাহর কাছে আমাদের সবার দোয়া, এমন একজন ভাল মানুষের উপর এবং ওনার পরিবারের উপর সবসময় রহমত ও বরকত দান করুন’।

তারেক আজিজ নামে আরেক সংগঠনকর্মী তার পোস্টে লিখেছেন, ‘প্রাণপ্রিয় স্যারের অ্যাক্সিডেন্ট! দুপুর থেকেই কেন যেন মানতে পারছিলাম না, সৃষ্টিকর্তা এসপি স্যারকে ভালো রাখুক এই দোয়া আমরা না, এমনকি পুরো ব্রাহ্মণবাড়িয়ার না পুরো বাংলাদেশের।’

রুহুল আমিন নামে এক সংবাদকর্মী লিখেছেন, ‘ভাল মানুষরা হোঁচট খেয়ে খেয়েই বেঁচে থাকে!! মানুষের দোয়াতেই তারা আপদমুক্ত হয়। তারা হাসে ও হাসায়…স্বপ্ন দেখে ও দেখায়। এসপি স্যারের দীর্ঘায়ু কামনা করি। দ্রুত সুস্থ হয়ে অর্পিত দায়িত্ব পালনে সৃষ্টিকর্তা সহায় আছেন নিশ্চয়ই।’

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে অর্থোপেডিকস্ বিশেষজ্ঞ ফকরুল ইসলাম আশেকের পরামর্শে এসপি মিজানুর রহমানের কোমরের এক্স-রে করা হয়েছে। এসপি মিজানুর রহমান এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসক।

এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এসপি মিজানুর রহমানের সরকারি গাড়ি (পাজেরো স্পোর্ট)। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। আহত এসপি মিজানুর রহমানকে উদ্ধার করে কংশনগর বাজারের একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসা হয়।

জেলা সংবাদ