এবার ‘ব্রেকিং নিউজ’ ফিচার চালু করছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। এর ফলে এখন থেকে ইউটিউবে বিশ্বের নানা প্রান্তের হালনাগাদ ঘটনা এবং তথ্য জানা যাবে। আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের পাশাপাশি কম্পিউটারেও ফিচারটি ব্যবহার করা যাবে।
তবে এখনই সবাই এই ফিচার ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বর্তমানে কিছু নির্দিষ্ট ব্যক্তি ফিচারটি ব্যবহার করতে পারবেন।
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইউটিউবের নতুন এই ফিচারে সব সময় ব্রেকিং নিউজ পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এটি প্রতিদিনই নতুন নিউজ দেখাবে, নাকি শুধুমাত্র কোনো বড় ধরনের ঘটনা ঘটলে তা দেখা যাবে তা এখনও পরিষ্কার করেনি ইউটিউব। তবে প্রাথমিকভাবে ‘ব্রেকিং নিউজ’ ফিচারটিতে স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছে ইউটিউব।
এ কারণে ধারণা করা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর ভিডিও নিয়েই সাজানো হবে ফিচারটি। সূত্র : দ্য ভার্জ।