পবিত্র হজ পালন করতে গিয়ে রোববার সৌদি আরবে আরও দুই বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তাদের একজন হলেন, চট্টগ্রাম জেলার বাকলিয়ার ১৭নম্বর ওয়ার্ডের জহুর কলোনির বাসিন্দা মো. জাকের হোসেন (৬০)। পাসপোর্ট নম্বর বিজে ০৫৬১৬৯৭ ও পিলগ্রিম নম্বর ১০৬৬১৬৪।
অপরজন হলেন, টাঙ্গাইলের কালিহাতির বাসিন্দা আবদুর রাজ্জাক মিয়া(৬২)। পাসপোর্ট নম্বর বিএন ০৮১২৮৮১, পিলগ্রিম নম্বর ০২৩৯০৪৫।
চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ নিয়ে মোট ১৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও মহিলা ১ জন। এর মধ্যে ১৫ জন মক্কায় ও ৪ জন মদিনায় ইন্তেকাল করেন।