রিয়ালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

রিয়ালকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের সেমিফাইনালে স্পেনের রিয়াল মাদ্রিদকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ।

প্রথম লেগে বায়ার্নের মাঠে  রিয়াল হেরেছিলো ২-১ গোলে। ফিরতি লেগে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে নির্ধারিত ও অতিরিক্ত সময় পর্যন্ত রিয়াল মাদ্রিদ এগিয়ে ছিলো ২-১ গোলে। তাই দুই লেগ মিলে খেলা শেষ হয় ৩-৩ গোলের সমতায়। এমন ফলাফলে খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকারে রিয়ালকে ৩-১ গোলে বিধ্বস্ত বানিয়ে ফাইনালে চেলসির সঙ্গী হয় বায়ার্ন মিউনিখ।

খেলাধূলা