আইপিএলে ৫ মে ইডেন গার্ডেনে কলকাতা মহারাজা সৌরভ গাঙ্গুলীর পুণে ওয়ারিয়র্সের মুখোমুখি হচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এদিন ইডেনের দর্শকরা ঘরের ছেলে গাঙ্গুলীকে নয় বরং শহরটির দল নাইটরাইডার্সকেই সমর্থন দেবেন বলে মনে করছেন সাকিব আল হাসান।
আনন্দ বাজার পত্রিকা সূত্রে জানা যায়, বুধবার কলকাতার একটি অনুষ্ঠানে সাকিব বলেন,‘ব্যাপারটা যেভাবে প্রচার করা হচ্ছে, আমি সে ভাবে দেখছি না। পুণে ওয়ারিয়র্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে আমাদের বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ আছে। তবে ওই ম্যাচে জনসমর্থন ভাগ হবে বলে মনে হয় না। শহরের টিম যখন ইডেন, লোকে তো সেই টিমকেই সমর্থন করবেন। দু’এক জন ব্যতিক্রম হতে পারেন। আমি আশা করব, কলকাতা সে দিন নাইট রাইডার্সের হয়েই গলা ফাঁটাবে।’
মঙ্গলবার ইডেনে নাইট রাইডার্স বনাম ডেকান চার্জার্স ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় নাইটদের জুটেছে এক পয়েন্ট। ডোকানদের কাছে পয়েন্ট হারানো নিয়ে খেলোয়াড়দের যাতে মন খারাপ না হয় সে জন্য গত রাতে টিম হোটেলে ফিরতে না ফিরতেই পার্টি ঘোষণা করেন শাহরুখ। গভীর রাত পর্যন্ত চলে তুমুল নাচ-গান। যদিও অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন না। সাকিবের মতো কেউ কেউ আবার টিভি খুলে বার্সেলোনা-চেলসি ম্যাচও দেখতে বসে যান। এ দিন আর অনুশীলনের বালাই ছিলো না নাইটদের। ক্রিকেটারদের কেউ ব্যস্ত থাকলেন বিজ্ঞাপনের শ্যুটিংয়ে, কেউ আবার বেরিয়ে পড়েন গল্ফ কোর্সে। যেমন জ্যাক কালিস। বান্ধবী শামোনে ফিরে গেছেন দক্ষিণ আফ্রিকায়। ক্যালিস এদিন চলে গেলেন শহরের এক গল্ফ কোর্সে।
আগামী শনিবার নাইটদের নামতে হবে ক্রিস গেইলের বেঙ্গালুরুর বিপক্ষে। আর এই যে এক পয়েন্ট হারাতে হলো, তার প্রভাব তো পড়তে পারে সেমিফাইনালে ওঠার জন্য। সাকিবের মনে হচ্ছে, অসুবিধা হবে না। ভুগতে হবে না এই এক পয়েন্টের জন্য। বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের মতে, ‘প্রকৃতির উপর কারও হাত থাকে না। তাই এমনটি ভেবে লাভ নেই। আসলে অনেকে আশঙ্কায় ভুগছেন যে শেষ পর্যন্ত আমাদের সেমিফাইনালে যাওয়া নিয়ে। আমরা কয়েকটা ম্যাচে কিছু ছোটখাটো ভুল করেছি, যার ফলে এ রকম মনে হচ্ছে। কিন্তু আমাদের টিমটা ভালো, ব্যালান্সড টিম। নাইটরা রোজ রোজ ভুল করবে না। ঠিক শুধরে নেবে।’