বার্সেলোনাতে বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলার মূল সন্দেহভাজন মুসা ওকাবিরের নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। ক্যামব্রিলসে নিহত পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসীর মধ্যে তিনিও ছিলেন।
পুলিশ আগেই বলেছিল যে, তারা ওকাবির ছাড়াও আরও তিনজনকে খুঁজছে। যার মধ্যে ওকাবির এখন নিহত। এর আগে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।
বার্সেলোনার রামব্লাসের গাড়ি হামলার গাড়িটি ভাড়া নিয়েছিলেন ওকাবির। এ হামলায় নিহত হয় ১৩ জন। বৃহস্পতিবার শহরের পর্যটনপ্রিয় এলাকায় ভীড়ের মধ্যে গাড়ি হামলা চালিয়ে এ হত্যা করা হয়।
বার্সেলোনায় সন্ত্রাসী হামলার মূল সন্দেহভাজন নিহত
পুলিশ বলছে, সন্দেহভাজনেরা আরো সুশৃঙ্খল আক্রমণের পরিকল্পনা করছে।
পুলিশ জানায়, বার্সেলোনার দক্ষিণে আলক্যানার শহরে বুধবার একটি বিস্ফোরণ হয়। এতে হামলার পরিকল্পনাকারীরা রসদের সংকটে পড়ে। এমন বাস্তবতায় তারা যানবাহন ব্যবহার করে হামলা চালায়।
১৭ বছর বয়সী মুসা ওকাবির উত্তর কাতালানের স্প্যানিশ নাগরিক। তিনি নিজের ভাইয়ের কাগজপত্র নিয়ে হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়েছিলেন।সেটি দিয়েই সে হামলা চালায়। এ ছাড়া বার্সেলোনার উত্তরে ভিক শহরে আরেকটি গাড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি পালানোর জন্য ব্যবহার করা হয়েছিল।
প্রথম হামলার পর রাতেই ক্যামব্রিলস শহরে আরেকটি হামলা চালায়। পাঁচ হামলাকারী পথচারীদের ওপর একটি ভ্যান তুলে দেয়। এতে এক নারী নিহত ও ছয়জন আহত হয়। এর পর পুলিশের গুলিতে নিহত হয় ওকাবিরসহ পাঁচ হামলাকারী।