ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সাবওয়া প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্তে সংযুক্ত আরব আমিরাতের অন্তত ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার আরব আমিরাতের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির সেনাবাহিনী বলছে, শুক্রবার সন্ধ্যার দিকে ইয়েমেনে একটি মিশন পরিচালনার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরব আমিরাতের চার সেনাসদস্যের প্রাণহানি ঘটেছে।
ইয়েমেনে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের হেলিকপ্টারটি শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে। আমিরাতের সেনাবাহিনী বলছে, পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিলেন। এসময় হেলিকপ্টারের ক্রুরা সামান্য আহত হয়েছেন।
আমিরাতের সরকারি সংবাদসংস্থা ওয়াম নিউজ অ্যাজেন্সি বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইয়েমেনের দক্ষিণের সাবওয়া প্রদেশে হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে চার সেনা নিহত হয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে আরব আমিরাতের প্রশিক্ষিত যুক্তরাষ্ট্র সমর্থিত ইয়েমেনের বিশেষ বাহিনী সাবওয়ায় জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে। প্রদেশের অধিকাংশ এলাকা থেকেই আল-কায়েদাকে হটিয়ে দিয়েছে ইয়েমেনের এই বিশেষ বাহিনী।
আন্দোলনের মুখে পালিয়ে থাকা ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদিকে ফের ক্ষমতায় বসানোর লক্ষ্যে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ হাজার ইয়েমেনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার নারী ও শিশু রয়েছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।