বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচার হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘মেঘ ও পরীর গল্প’। এর রচনা করেছেন অহনা নাসরিন ও পরিচালনা করেছেন আলী সুজন। অহনা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি আগামীকাল রোববার (১৩ আগস্ট) রাত ৯ টায় থেকে প্রচারে যাবে।
নাটকটিতে একসঙ্গে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তারকা রওনক হাসান ও লাক্স সুন্দরী আলভী। এছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, জয়রাজ, দীপা খন্দকার, রিফাত চৌধুরী, ফাহমিদা শারমিন, আফরোজা হোসেন, সাহেলা ইসলাম, এস এম কামরুল বাহার, সুমন আহমেদ বাবু, রফিক উল্লাহ সেলিম, অবিদ রেহান, মমর রুবেল, আমিন শিকদার, সোহেল রানা, শিশু শিল্পী মোহনা প্রমুখ।
নাটকের গল্প সম্পর্কে পরিচালক সুজন বলেন, মেঘ কথা বলতে পারে না। তার চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের পরামর্শে তার মা তাকে নিয়ে ঢাকা যায়। ঘটনাক্রমে তার মা স্মৃতি হারায় এবং মেঘ হারিয়ে যায়। অপরিচিত মেঘকে একজন সাংবাদিক পরী নাম দিয়ে নিজের কাছে রাখেন।
এদিকে মেঘের মা স্মৃতি ফিরে পেয়ে মেঘকে খুঁজতে থাকে। মেঘের পরী হবার গল্পটা থেকে আবার মেঘ হয়ে বাবা-মায়ের কোলে ফেরার সংগ্রামই মেঘ ও পরীর গল্পের মূল উপজীব্য।