পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিলো ইসরায়েল

পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিলো ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরো তিনটি বসতি স্থাপন অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে এই বসতি অনুমোদনের খবর স্বীকার করা হয়।

সোমবার ইসরায়েলের বসতি স্থাপন সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে এই বসতিগুলোকে আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয় বলে জানায় সংবাদমাধ্যম। মঙ্গলবার এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, ১৯৯০ সালে স্থাপিত বসতিগুলোকে পূর্ববর্তী সরকারের সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন দেওয়া হয় মন্ত্রী কমিটির বৈঠকে।

অনুমোদনপ্রাপ্ত বসতি তিনটি হলো ব্রুচিন, রেচালিম এবং সানসানা। ৪শ অধিবাসীর ব্রুচিন পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় অধিকৃত এলাকায় অবস্থিত। এর পাশেই অবস্থিত ২শ অধিবাসীর রেচালিম বসতি। ২শ ৫০ জন অধিবাসীর সানসানা বসতি অবস্থিত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরের নিকটে ‍অধিকৃত ফিলিস্তিনি এলাকায়।

এদিকে ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাইনাহ এ প্রসঙ্গে বলেন, ‘নেতানিয়াহু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছেন।’

ফিলিস্তিনী কর্তৃপক্ষ গত সপ্তাহে নেতানিয়াহুকে একটি চিঠি প্রেরণ করে। চিঠিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীরে সব ধরনের বসতি স্থাপন বন্ধ করার আহবান জানান ইসরায়েলের প্রতি।

এর পরপরই ইসরায়েলের বসতি অনুমোদনের ঘোষণা প্রকাশ হলো। এই ঘোষনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনকে তার মনোভাবের জানান দিলো বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক