ক্রমেই ঘনীভূত হচ্ছে ভারতের ছত্তিশগড়ের জেলা শাসক অপহরণ সঙ্কট। মাওবাদীদের হাতে গত ২১ এপ্রিল অপহৃত হন ছত্তিশগড়ের সুকমা রাজ্যের কালেক্টর অ্যালেক্স পল মেনন। তার মুক্তির বিপরীতে দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে ২৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারন করে দেয় মাওবাদী বিদ্রোহীরা।
এদিকে অপহৃত সরকারি কর্মকর্তাকে ফিরিয়ে আনার জন্য মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে ছত্তিশগড় রাজ্য সরকার। এ ব্যাপারে মধ্যস্থতার জন্য সরকার সাবেক দুই আইএএস কর্মকর্তার নাম প্রস্তাব করেছে। এস কে মিশ্র ও নির্মলা বাচ নামের এই দুই মধ্যস্থতাকারী অপহৃত কর্মকর্তার মুক্তির ব্যাপারে মাওবাদীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
ছত্তিশ গড়ের মুখ্যমন্ত্রী রমন সিং মঙ্গলবার জানান, তার সরকার মধ্যস্থতাকারী হিসেবে মিশ্র ও বাচের নাম প্রস্তাব করেছে। ভারতীয় সিভিল সার্ভিসের এই দুই সাবেক সচিব মধ্যস্থতা করতে রাজি হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এস কে মিশ্র ছত্তিশগড়ের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, অপর দিকে নির্মলা বাচ ছিলেন মধ্য প্রদেশের মুখ্য সচিব।
মাওবাদীরাও আলোচনার জন্য তিনজনের নাম প্রস্তাব করেছিলো। এদের মধ্যে দুই জন তাদের অপারগতা প্রকাশ করে। তবে অপর মধ্যস্থতাকারী সিপিআই নেতা মনিশ কুনজাম ইতিমধ্যেই তাদমেতলা জঙ্গলে মাওবাদীদের ঘাঁটির দিকে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। যাওয়ার সময় তিনি প্রয়োজনীয় কিছু ঔষুধ ও চিকিৎসা সামগ্রী সঙ্গে করে নিয়ে গেছেন।
এর আগে মাওবাদীরা মঙ্গলবার রাতে এক বার্তায় জানায়, অপহৃত কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিকিৎসার জন্য কিছু ঔষধ প্রয়োজন।