সুদান যুদ্ধ ঘোষণা করেছে: চীন সফরে দ. সুদান প্রেসিডেন্ট

সুদান যুদ্ধ ঘোষণা করেছে: চীন সফরে দ. সুদান প্রেসিডেন্ট

চীন সফররত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বলেছেন, সুদান তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দুই দেশের সাধারণ সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যে এমন মন্তব্য করলেন দক্ষিণ সুদানি প্রেসিডেন্ট।

সুদান ও দক্ষিণ সুদানের তেলের অন্যতম বড় ক্রেতা চীন। তবে চীনের সঙ্গে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের সম্পর্ক বেশি ভাল।

সুদান-দক্ষিণ সুদান সীমান্ত সংঘাতের মধ্যে গত সোমবার পাঁচ দিনের সফরে চীন গেছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। এদিন চীনের প্রধানমন্ত্রী হু জনিতাওয়ের সঙ্গে সাক্ষাত করেন তিনি।

বৈঠকে কির বলেন, ‘দক্ষিণ সুদান প্রজাতন্ত্রের জন্য খুব সঙ্কট মুহূর্তে আমার এই সফর। কারণ খার্তুমে আমাদের প্রতিবেশী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ এ সময় তিনি চীনকে তার দেশের ‘অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার’ বলে উল্লেখ করেন।

দক্ষিণ সুদানের বিরুদ্ধে সুদান যুদ্ধ ঘোষণা করেছে- দক্ষিণ সুদানি প্রেসেডন্ট এমন দাবি করলেও চীন বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে। চীনা প্রেসিডেন্ট হু জিনতাও উভয়পক্ষকেই শান্ত থাকতে এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন।

সংঘাত শুরুর পর সুদান কখনোই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ সুদানি প্রেসিডেন্ট সালভা কিরই বরং যুদ্ধের কথা বেশি করে বলে বেড়াচ্ছেন।

উল্লেখ্য, কয়েক দশকের সংঘাতের পর গত বছর স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। বিশেষ করে তেল সমৃদ্ধ অঞ্চল বণ্টন নিয়ে দ্বন্দ্ব চলছে। এছাড়া, দুই দেশের সীমান্ত এখনো সুনির্দিষ্ট করা হয়নি।

আন্তর্জাতিক