৪০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বিমান

৪০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বিমান

এ বছর হজ ফ্লাইট পরিচালনায় চরম বিপর্যয়ের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। ৯ হাজার ৮৮৭ ক্যাপাসিটি লস হওয়ায় ৪০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বিমান।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর বিপরীতে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আবেদনকৃত ১৪টি স্লট পেয়েছে বিমান। তবে নির্ধারিত সময় চলে যাওয়ায় এর সাতটি ব্যবহার করতে পারবে না বিমান।

বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ।

বাংলাদেশ