উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের ভোট এটাই দেখিয়েছে যে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করতে বিশ্বের শক্তিধর দেশগুলো ঐক্যবদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সোমবার এ কথা বলেন। খবর এএফপি’র।
ম্যানিলায় নিরাপত্তা ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের টিলারসন বলেন, ‘সমস্যা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চাইলে কিম জং উন সরকারকে অবশ্যই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে।’