সরকারি ব্যবস্থাপনায় প্রথম হজ ফ্লাইটের যাত্রীরা মদিনায় রাসুল (সা:) এর রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আজ শনিবার মদিনা থেকে মক্কায় ফিরছেন। বাদ ফজর তারা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন।
শুক্রবার পর্যন্ত পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৭ হাজার ১৩৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জন সরকারি ও ৩৩ হাজার ৮০১ জন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ৬০টিসহ মোট ১১৩টি ফ্লাইটে তারা সেখানে যান। চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হবে ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৬৩৫টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন । গত ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। হজ শেষে ৬ সেপ্টেম্বর প্রথম ফিরতি হজ ফ্লাইট । ৫ অক্টোবর শেষ হজ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শেষ হবে। এ পর্যন্ত পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কার মনোয়ারায় মোট তিনজন হজযাত্রীর মৃত্যু হয়েছে।