বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে দেশব্যাপী হরতালের তৃতীয় দিনে রাজধানীর জুরাইন রেলগেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি টাইমবোমা উদ্ধার করা হয়েছে।
সকাল ৯ টার দিকে উদ্ধারের পর বোমাগুলো পরীক্ষার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে ডাকা হয়েছে।
শ্যামপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দু’টি পৃথক স্থান থেকে বোমা তিনটি উদ্ধার করা হয়।
ট্রাফিক পুলিশের সুত্রাপুর জোনের সার্জেন্ট মিনা মহিবুল্লাহ জানান, একটি বোমা উদ্ধার করা হয় একটি বাস থেকে। এছাড়া টোকাইরা কালো ব্যাগে ও পেপারে মোড়ানো অবস্থায় বাকি দু’টি বোমা দেখতে পেয়ে খবর দিলে শ্যামপুর থানা পুলিশ সেগুলো উদ্ধার করে।
ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মঞ্জুরুর রহমান জানান, বোমা উদ্ধারের ঘটনায় কোন ক্লু বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, সকালে শ্যামপুর থানার অদূরে পোস্তগোলা ব্রিজের নিচে একটি পার্কিং করে রাখা একটি বাহী বাসে দুষ্কৃতিকারীরা বোমা পেতে রেখেছে খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে। কিন্তু সেখানে গিয়ে বোমা উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে, তিনটি টাইমবোমা উদ্ধারের পর সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ওয়ারী ডিভিশনের উপ পুলিশ কমিশনার গাজী মো. মোজাম্মেল হক শ্যামপুর থানায় আসেন। তিনি বলেন, ‘উদ্ধারকৃত বোমাগুলো গ্রেনেডের মতই শক্তিশালী। এগুলো বিস্ফোরিত হলে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটতে পারতো।
তিনি আরো জানান, বোমা উদ্ধারের পর থেকে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। যেকোন নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।