টানা বর্ষণে সৃষ্ট বন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় পানিবন্দি আরও চার হাজার পরিবার পেয়েছে বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী।
বৃহস্পতিবার সেনবাগ উপজেলার ছাত্তারপাইয়া, কেশারপাড়, ডুমুরিয়া, অজর্নুতল, নবীপুর ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে দুস্থ অসহায়দের হাতে হাতে চাল, আলু, ম্যাচ, মোমবাতিসহ বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম।
এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আক্কাছ রতন, এমপি আলহাজ মোরশেদ আলমের স্থানীয় প্রতিনিধি ভিপি দুলালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ মোরশেদ আলম জানান, সকাল থেকে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে তার ব্যক্তিগত তহবিল থেকে সেনবাগের ছাতারপাইয়া, কেশারপাড়, সেনাবাগ পৌর এলাকার বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের ত্রাণ সহায়তা দেন।
প্রসঙ্গত, এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভুঁইয়া মানিক সেনবাগে পানিবন্দি ৮০০ পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করছিলেন।