ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের মুসলিম নেতৃবৃন্দ ও মিয়ানমারের বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের আহ্বান জানিয়েছে।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ওআইসি-র মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিনের এক সৌজন্য সাক্ষাৎকালে বলেন, ‘এই সংলাপ নেতৃবৃন্দের মাঝে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও রোহিঙ্গা সমস্যার সমাধান করবে।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফ্রিংএ একথা জানান।
তিনি বলেন, ওআইসির মহাসচিব অসংখ্য রোহিঙ্গা শরনার্থীকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন ‘আপনি খুব উদার’। এসময় তিনি সন্ত্রাস ও জঙ্গীবাদের নিন্দা জানিয়ে বলেন, ইসলাম শান্তি ও সহনশীলতার ধর্ম।
বৈঠকে ওআইসির মহাসচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, আমি সবসময় বলি যে আপনি একজন সফল নেতা এবং বিশ্বের মুসলিম নারীদের একটি উজ্জ্বল উদাহরণ।
ড. ওথাইমিন এ সময় বাংলাদেশী শ্রমিকদের প্রসঙ্গে বলেন, বাংলাদেশী শ্রমিকরা আন্তরিক, কঠোর পরিশ্রমী এবং পেশাদার।
তিনি আনন্দের সাথে উল্লেখ করেন যে, আগামী বছর বাংলাদেশ ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন এবং ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলন, দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
তিনি বলেন, ওআইসি বাংলাদেশের নারীদের যেকোনো উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারলে খুশি হবে।