সাংবাদিক দম্পতি সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন ঢাকা মুখ্য মহানগর হাকিম।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে র্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের এএসপি জাফর উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা সাগর-রুনির লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দেন।
বিষয়টি বংলানিউজকে নিশ্চিত করেছেন এডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান।
কবর থেকে লাশ উত্তোলনের কাজ তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সাগর-রুনী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি জাফর উল্লাহ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে সাগর-রুনির লাশের ভিসেরা সংরক্ষণ ও রাসায়নিক পরীক্ষার জন্য লাশ কবর থেকে তোলার জন্য আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি মামলার তদন্তভার পাওয়ার পর মামলার নথি পর্যালোচনা করে দেখেন যে, সাগর-রুনির ভিসেরা সংরক্ষণ করা হয়নি। নিহতদের ঢাকা আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এমতাবস্থায় ন্যায় বিচারের স্বার্থে নিহতদের ভিসেরা সংরক্ষণ ও রাসায়নিক পরীক্ষার জন্য লাশ কবর থেকে উত্তোলন করা আবশ্যক।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ন্যায়বিচারের স্বার্থে লাশ কবর থেকে তোলার নির্দেশ দেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদেশের কপি অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মনোজ কুমার রায়ের কাছে পাঠান তিনি।
মনোজ কুমার আজিমপুর কবরস্থান থেকে লাশ উত্তোলনের সময় উপস্থিত থেকে ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।
উল্লেখ্য, সাগর-রুনির হত্যাকাণ্ড তদন্তের ব্যাপারে পুলিশ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছে- পুলিশের এ স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল হাইকোর্ট র্যাবকে দিয়ে মামলাটির তদন্ত করানোর নির্দেশ দেন।
আদেশে এ মামলার তদন্ত ডিবি থেকে র্যাবে হস্তান্তরের জন্য আইজিপিকে নির্দেশ দেন আদালত। এ সূত্রে এএসপির নিচে নয় এমন একজন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য র্যাবপ্রধানকে নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে আদালতে দাখিল করতেও বলা হয় র্যাবকে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সকালে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির লাশ তাদের ৫৮/এ/২ ইন্দিরা রোড পশ্চিম রাজাবাজারের শাহজালাল রশিদ লজের ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাদের হত্যা করে।