কাতার সংকট সমাধানে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার সংকট সমাধানে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতার সংকট সমাধানে উপসাগরীয় অঞ্চলে অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি চার্লস জিনি এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত সাবেক দূত টিম লেন্ডারকিংকে পাঠাচ্ছেন। আশা করা হচ্ছে তারা আগামী সপ্তাহে ওই অঞ্চলে পৌঁছাবেন। খবর এএফপি’র।
সন্ত্রাসবাদে অর্থায়ন ও তাদের প্রতিপক্ষ ইরানের সঙ্গে মিত্রতা বাড়ানোর অভিযোগে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর গত ৫ জুন কাতারের ওপর বাণিজ্য ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একঘরে করে।
যদিও বরাবরই সেসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটি সন্ত্রাসে অর্থায়ন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে কুয়েত উপসাগরীয় সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে বিবদমান পক্ষগুলো এখনো পর্যন্ত সরাসরি আলোচনা শুরু করেনি।
এদিকে রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, কাতার এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি যথাযথভাবেই রক্ষা করে আসছে।
সংকট থেকে উত্তরণের জন্য ওই অঞ্চলে সিনিয়র মার্কিন কূটনীতিক টিম রেন্ডারকিংকে পাঠাচ্ছেন তিনি। এছাড়া তিনি রেন্ডারকিংয়ের সঙ্গে কাজ করার জন্য এক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি জিনিকেও অনুরোধ করেছেন।

আন্তর্জাতিক