প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর আত্মহত্যা

প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর আত্মহত্যা

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকার পরও প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা রুবেনা সুলতানা তন্বী (২০) আত্মহত্যা করেছেন। প্রেমিক অম্লানকে রাজধানীর রামপুরা থেকে আটক করা হয়েছে। তারা দুজনই মহাখালীর ইস্ট-ওয়েস্ট ইউনির্ভাসিটিতে বিবিএ শিক্ষার্থী। মৃত্যুর আগে তন্বী অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলে জানিয়েছেন তার ছোট বোন।

মঙ্গলবার ভোর চারটায় রামপুরায় বি-ব্লকের রোড-৫-এ ৩১ নম্বর বাসা থেকে তন্বীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় বন্ধু টিটোর সঙ্গে থাকতেন অম্লান। টিটো পলাতক রয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদাউস আহমেদ কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তন্বী থাকতেন রাজধানীর আদাবরে ঢাকা হাউজিংয়ে মামা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে। মামুন বলেন, ‘২০ এপ্রিল আদাবরের থেকে বের হয়ে তন্বী আর ফিরে আসেনি। ফোনে সে জানায় বান্ধবীর বাসায় আছে, হরতালের মধ্যে আসতে পারবে না।’

এদিকে, রামপুরা থানায় আটক অম্লান পুলিশকে জানিয়েছেন, ‘২৩ এপ্রিল তন্বী আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বিয়েতে রাজি হইনি। আমার মা এ বিয়েতে রাজি হবে না। কারণ আমি হিন্দু ও আর তন্বী মুসলমান। এ নিয়ে আমাদের ঝগড়া হয়।’

অম্লান বলেন, ‘আমি বাইরে থেকে বাসায় গেলে ঘরের দরজা বন্ধ দেখি। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি গলায় চাদর পেঁচিয়ে তন্বী ফ্যানের সঙ্গে ঝুলছে।’

তন্বীর দেশের বাড়ি ফেনি জেলা সদরের উত্তর জামালপুরে। তার বাবা ফজলুল হক ইলেকট্রিক সামগ্রী ব্যবসায়ী।

ময়নাতদন্তের জন্য তন্বীর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ