মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর (১৯২১-১৯৮৭) ৩০তম মৃত্যুবার্ষিকী আজ (২ আগস্ট)।
তিনি ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের নাগরবাড়ির এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হামিদ চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। ১৯৭১ সালে জেনেভায় অবস্থানকালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর গণহত্যার প্রতিবাদে তিনি ঢাবির উপাচার্য পদ থেকে ইস্তফা দেন। এরপর অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসেবে জেনেভা থেকে লন্ডন যান এবং মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করেন।
স্বাধীনতার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঢাকায় ফিরে আসেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১৯৭৩ সালের ১০ এপ্রিল পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ডিসেম্বর মাসে ওই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি মন্ত্রীর পদমর্যাদায় বৈদেশিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেন।
১৯৭৫ সালের ৮ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় বন্দর ও নৌপরিবহনমন্ত্রী ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর নতুন রাষ্ট্রপতি মোশতাক আহমদের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন এবং ৭ নভেম্বর পর্যন্ত এ পদে বহাল ছিলেন তিনি।
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৮৭ সালের ২ আগস্ট ৬৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লন্ডনে মৃত্যুবরণ করেন।