রাজধানীর মতিঝিলে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে শামসুদ্দিন (৪৮) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একজন জুনিয়র ফিল্ড অফিসার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার রাত ১১টায় চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেল ৫টার দিকে মতিঝিলের বক চত্তরের অদূরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে টহল পুলিশের এএসআই মমিন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।
এ দিকে শামসুদ্দিনের মৃত্যুর বিষয়ে ভাতিজা তমাল জানান, তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। তিনি এনএসআইয়ের হেডকোয়ার্টারে জুনিয়র ফিল্ড অফিসার পদে কর্মরত ছিলেন। তার মৃত্যু কিভাবে হয়েছে তা আমরা এখনো নিশ্চিত নই।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, রাত ১১টায় এনএসআই কর্মকর্তা শামসুদ্দিনকে ৭০২ নং ওয়ার্ডের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।