পুঁজিবাজারের তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার অন্য পরিচালকের কাছ থেকে উপহার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচলক মো. আমিরুল্লাহ মোট ১ লাখ ৮৬ হাজার শেয়ার গ্রহণ করবেন। বর্তমানে তার কাছে ৮৭ লাখ ৪০ হাজার ২৯৮টি শেয়ার রয়েছে।
তিনি তার স্ত্রী আয়েশা আমীরের কাছ থেকে ৮৯ হাজার এবং মেয়ে তামরীনের কাছ থেকে ৯৭ হাজার শেয়ার উপহার হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ২২ নভেম্বর কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের আগামী ২১ মে তারিখের মধ্যে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের ওপর নির্দেশনা জারি করে।