৫০০০ জেলে নিয়ে ভারত অভিমুখে মার্চ করার হুমকি দিলেন শ্রীলংকার এক মন্ত্রী। শ্রীলংকার সমুদ্র সীমায় ভারতীয় জেলেদের অবৈধ মৎস শিকারের প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।
শ্রীলংকা সরকারের মন্ত্রী ডগলাস দেভানন্দা বলেন, ‘ভারতীয় জেলেদের অবৈধ মাছ শিকারের কারণে তার দেশের মৎসজীবিদের জীবিকা এখন হুমকির সম্মুখীন। ভারত সরকার এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির আরো অবনতি হয়েছে।’
এই অবৈধ মৎস শিকার প্রতিহত করতে ভারতকে একটি বার্তা দিতেই নৌকা মার্চের পরিকল্পনা করেছেন বলে জানান তিনি।
এ সংক্রান্ত এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভারতীয় জেলেরা শ্রীলংকার সমুদ্রসীমায় বড় বড় ট্রলার নিয়ে নির্বিচারে মৎস শিকার করে। এতে শুধুমাত্র শ্রীলংকার উত্তরাঞ্চলীয় এলাকায় মৎসজীবিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং শ্রীলংকার সার্বিক জলজ সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে উভয় দেশের সমুদ্র সীমানায় অবৈধ মৎস শিকার বন্ধ করতে ভারত ও শ্রীলংকার ফিশিং এসোসিয়েশন সম্প্রতি বেশ কয়েকবার বৈঠক করেছে। তবে এ সব আলোচনায় কোনো সমাধানে পৌঁছা সম্ভব হয়নি বলে জানান দেভানন্দা।
ভারতীয় কর্তৃপক্ষের নির্লিপ্ততার সুযোগে তাদের জেলেরা অব্যাহত ভাবে শ্রীলংকার সমুদ্র সীমা লঙ্ঘণ করে মাছ শিকার করে যাচ্ছে। এর জবাব দিতেই এক হাজার নৌকায় পাঁচ হাজার জেলে নিয়ে ভারতের রামেশ্বরমের দিকে যাত্রা করবেন বলে জানিয়েছেন ডগলাস দেভানন্দা।
চীনের বার্তাসংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে শ্রীলংকার মন্ত্রীর এই পরিকল্পনার কথা প্রকাশিত হয়। তবে এই নৌ মার্চ কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।