মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের পদত্যাগ করার কোন পরিকল্পনা নেই। হোয়াইট হাউজের সাথে মতপার্থক্য থাকার কথা নাকচ করে দিয়ে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই এক্সনমোবিলের সাবেক এ চেয়ারম্যান তার যোগ্যতা নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন।
টিলারসন এ বছরের শেষ নাগাদ পদত্যাগের পরিকল্পনা করছেন সিএনএনের এমন খবর তার মুখপাত্র হিদার নুয়ার্ট উড়িয়ে দেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘খবরটি মিথ্যা। এ ব্যাপারে আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি অত্যন্ত স্পষ্টভাবে পররাষ্ট্র দপ্তরে থেকে যাওয়ার কথা বলেছেন।’