চার বছর বয়সী আপন শিশুপুত্রের গুলিতে প্রাণ হারিয়েছেন এক সৌদি নাগরিক। পছন্দের ভিডিও গেমস কনসোল কিনে না দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে এ কাণ্ড ঘটায় শিশুটি।
সোমবার সৌদি আরবের দৈনিক আশরাকে এই ঘটনা প্রকাশিত হয়। পত্রিকা মারফত জানা যায় চার বছর সাত মাস বয়সী ওই বালক তার পিতার কাছে ‘প্লে স্টেশন’ নামের সনির একটি জনপ্রিয় ভিডিও গেমস কনসোল কিনে দেওয়ার আবদার করে।
কিন্তু পুত্রের প্রার্থিত ভিডিও গেমসটি না নিয়ে বাড়ি ফিরে আসলে পিতার ওপর ক্ষুব্ধ হয় শিশুটি। পরে ওই ব্যক্তি পোশাক খুলে রাখার সময় ব্যক্তিগত পিস্তলটি নামিয়ে রাখলে, সেটি তুলে নিয়ে পিতার মাথা বরাবর গুলি চালায় ওই পুত্র। এতে সঙ্গে সঙ্গেই নিহত হন ওই ব্যক্তি।