অাফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। সোমবার সকালের দিকে কাবুলের পশ্চিমের শিয়া অধ্যুষিত একটি জেলায় ওই হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন। আহত হয়ছে আরো ৪২ জন।
হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাবুলের পশ্চিমের শিয়া অধ্যুষিত জেলায় দেশটির জ্বালানি ও খনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছে।
তালেবান বলছে, ওই হামলা তারা চালিয়েছে। চলতি বছর কাবুলে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তালেবান অথবা তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
সোমবার সকালের ওই বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সরকারের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহাকিকের একজন মুখপাত্র জানান, হামলাকারীরা রাজনীতিকদের বাড়ি লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাদের থামিয়ে দিয়েছে।
জাতিসংঘের তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে অন্তত ১৬৬২ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। নিহতের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে রাজধানী কাবুলে।
গত ৩০ মে রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে ভয়াবহ বোমা হামলায় দেড়শ জনের প্রাণহানি ঘটে। ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট জঙ্গিগোষ্ঠী তালেবানকে দেশটির ক্ষমতা থেকে বিতাড়িত করার পর এটি ছিল সবচেয়ে বড় ধরনের প্রাণঘাতী জঙ্গি হামলা।
গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়। আহত হয় আরো ৫৮ জন।