নতুন পদ্ধতিতে মূল্যায়নে ফল খারাপ

নতুন পদ্ধতিতে মূল্যায়নে ফল খারাপ

গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিও-৫ দুটোই কমেছে। কি কারণে এই ফল বিপর্যয় তার সুনির্দিষ্ট ব্যাখ্যা না মিললেও শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন, নতুন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে বলেই এবারে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

শিক্ষামন্ত্রী বলেন, মডেল পদ্ধতিতে খাতা মূল্যায়নের জন্য এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। কাউকে নম্বর বাড়িয়ে দেয়া আমাদের কাজ নয়। সঠিকভাবে খাতা মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেয়াই আমাদের মূল লক্ষ্য।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সময় সার্বিক মূল্যায়নে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত পাঁচ বছর নানা প্রচেষ্ঠায় আমরা খাতা মূল্যায়নের নতুন পদ্ধতি বাস্তবায়ন করেছি। এ কারণে এসএসসি’র ফলেও পাসের হার কমে যায়।

তবে শিক্ষাবিদরা বলছেন, কেন এই ফল বিপর্যয় তার সঠিক কারণ অনুসন্ধান করা জরুরি। পাসের হারের মূল্যায়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানের উপরেও জোর দেন তারা।

মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের চিত্র প্রকাশ পেয়েছে। এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবার এ হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন।

এবারের আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীন শুধু এইচএসসি পরীক্ষার পাসের গড় হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। গতবার এ হার ছিল ৭২ দশমিক ৪৭ শতাংশ। এখানেও পাসের হার কমেছে।

অন্যদিকে, মাদরাসা ও কারিগরিতেও গতবারের চেয়ে ফলাফল খারাপ হয়েছে। মাদরাসা বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ২ শতাংশ। এ বোর্ডে ১১ শতাংশের বেশি পাসের হার কমেছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮১৫ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। গতবার এ হার ছিল ৮৪ দশমিক ৫৭ শতাংশ। এখানে জিপিএ পেয়েছেন ২ হাজার ৬৬৯ জন।

ফল বিপর্যয় প্রসঙ্গে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম এম আকাশের সঙ্গে তিনি। তিনি বলেন, কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল না। বিশেষ কোনো কারণও আমরা জানি না। তবে কি কারণে এই ফল বিপর্যয়, তার অনুসন্ধান করা জরুরি।একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিয়েও নিয়েও মূল্যায়নের সময় এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ এমাজউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা নিয়ে আসলে কি হচ্ছে, তা অনেকটাই ধোয়াশা। কোনো কোনো বছর পাসের হার আকাশ ছোঁয়া। আবার কোনো কোনো বছর অর্ধেকে নেমে আসছে।

তিনি বলেন, পাসের হার যাই হোক, তবে শিক্ষার গুণগত মান নিয়ে ভাবনার সময় এসেছে।

তবে তুলনামূলক ফল খারাপে বিস্মিত হননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফল প্রকাশকালে তিনি বলেছেন, এসএসসির মতো এখানে নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হয়েছে। আর এ কারণেই পাসের হার কিছুটা কমেছে।

বাংলাদেশ