প্রতিমন্ত্রীর নামে কলেজে শতভাগ ফেল

প্রতিমন্ত্রীর নামে কলেজে শতভাগ ফেল

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এর মধ্যে মাগুরায় প্রতিমন্ত্রীর নামে প্রতিষ্ঠিত বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও রয়েছে।

এবারের এইচএসসি ফলাফলের চিত্র তুলে ধরে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য জানান। পাশাপাশি এই বোর্ড থেকে মোট ৪১টি প্রতিষ্ঠানের সবাই এইচএসসি উত্তীর্ণ হয়েছে।

তথ্য অনুযায়ী, মাগুরার মহম্মদপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নামে প্রতিষ্ঠিত বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হয়নি। মাগুরার দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ থেকেও ৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। এছাড়া ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ থেকে ৩ জন এবং মেহেরপুরের মরকা জাগরণ কলেজ থেকে ২ জন এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি।

বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, এবার তার কলেজ থেকে ৪ জন নিয়মিত ও ২ জন অনিয়মিত শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। কিন্তু এদের সবাই ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে।

তিনি উল্লেখ করেন, এই কলেজিয়েট স্কুলটি নতুন হওয়ায় দরিদ্র এবং দুর্বল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয়। আর প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। উপরন্তু শিক্ষার্থীদের যাবতীয় খরচ শিক্ষকদেরই বহন করতে হয়। গতবছর তাদের উচ্চ মাধ্যমিকে প্রথম ব্যাচে দু’জন পরীক্ষা দিয়েছিল। এদের একজন উত্তীর্ণ হয়েছিল। এ বছর ফলাফল খারাপ হলেও আগামী বছর ভালো ফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা সংবাদ