ঐশ্বরিয়ার নামে কলেজ প্রতিষ্ঠা করছেন অমিতাভ

ঐশ্বরিয়ার নামে কলেজ প্রতিষ্ঠা করছেন অমিতাভ

পুত্রবধু ঐশ্বরিয়ার রাই বচ্চনের নামে একটি কলেজ নির্মাণের ঘোষনা দিলেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। গত ২১ এপ্রিল শনিবার অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ভারতের দৌলতপুর গ্রামের সদস্যদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনের আয়োজনে অমিতাভ এ ঘোষনা দেন। খুব শিগগই এ কলেজটির কাজ তিনি শুরু করতে চান বলেও জানান।

ভারতীয় পত্রিকা ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী জানা যায়, দৌলতপুর গ্রামে নতুন একটি সংস্থা  ‘অমিতাভ বচ্চন সভা সমিতি’ গঠনে শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংস্থার প্রধান অমিতাভ বচ্চন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আনুষ্ঠানিকভাবে নতুন সংস্থাটির উদ্বোধন করেন। এ সংস্থা গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে দৌলতপুর গ্রামে নতুন একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে। আর এর নাম হবে অমিতাভের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চনের নামানুসারে। গ্রামের একটি কমিটির পক্ষ থেকে এরই মধ্যে অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড-এ বিশাল একটি জমি হস্তান্তর করা হয়েছে। সেখানেই নির্মান হবে ‘ঐশ্বরিয়া রাই কলেজ’।

সংবাদ সম্মেলনে আরও জানা যায়, ২০০৮ সালের ২৭ জানুয়ারি দৌলতপুর গ্রামে ‘ঐশ্বরিয়া রাই কলেজ’ নির্মানের প্রথম পরিকল্পনা করেন অমিতাভ বচ্চন। যা বাস্তবায়নে খুব শিগগিই মাঠে নামবে এ নতুন সংস্থাটি। কলেজটি প্রথমে নার্সারি থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত চালু করা হবে এবং ভবিষ্যতে এটি ডিগ্রি কলেজ পর্যন্ত বাড়ানো হবে।

দৌলতপুর গ্রামের মুখ্য রাজ কুমারী সিংয়ের ছেলে অমিত সিংকে ‘অমিতাভ বচ্চন সভা সমিতি’ সংস্থার সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেয়া হয়।

ভালোবাসা ও ভাগ্য দুটোই প্রভাবিত করেছে বিউনি কুইন ঐশ্বরিয়াকে। শুধু কোটি হৃদয়ের রানী হিসেবে নয় বচ্চন পরিবারের পারফেক্ট বউ হিসেবেও নিজেকে প্রমান করেছেন  ঐশ্বরিয়া। তাইতো শ্বশুর অমিতাভের এত বড় উপহারের ভাগীদার হয়েছেন তিনি।

বিনোদন