যুক্তরাষ্ট্রের আকাশেও জ্যাম!

যুক্তরাষ্ট্রের আকাশেও জ্যাম!

জ্যাম থেকে মুক্তি নেই কোথাও। সড়কপথে ভয়াবহ জ্যামের পর এবার আকাশ পথেও জ্যাম! অবিশ্বাস্য হলেও সত্য যুক্তরাষ্ট্রের আকাশে বিমান চলাচলে জ্যাম লেগে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন সে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। কারণ বর্তমানে দেশটির আকাশে অনেক বেশি বিমান চলাচল করছে।

গত শুক্রবার আমেরিকার আকাশে ৮ হাজার ৮০০ বিমান চলাচল করেছে। তাই আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এতো বেশি সংখ্যক বিমান নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা খুব শিগগিরই এটি নিয়ন্ত্রণ করা না গেলে আকাশ পথে ব্যাপক জ্যাম হতে পারে।

আমেরিকার এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা চলতি গ্রীষ্মে ৭ লাখ ৭০ হাজার বিমান নিয়ন্ত্রণের আশা করছেন, যা গত বছরের চেয়ে ৪০ হাজার বেশি। কিন্তু এ সংখ্যা দেশটির জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সার্ভিসের (ন্যাটস) ক্ষমতা ও দক্ষতার ওপর চাপ ফেলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সার্ভিস (ন্যাটস) বলছে, যুক্তরাজ্যের আকাশে বিমান চলাচলের এ চাপ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শিগগিরই আমাদের নতুনভাবে ছক তৈরি করতে হবে। নইলে সামনে সমস্যায় পড়তে হবে।

আন্তর্জাতিক