ভারতের বিশ্ববিদ্যালয়, কলেজ ও আবাসিক স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে রাজধানীতে শুক্রবার থেকে শুরু হয়েছে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক দু’দিনব্যাপী ভারতীয় শিক্ষা মেলা। আজ শনিবার এ মেলা শেষ হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান এই মেলায় ভারতের বিভিন্ন অঞ্চলের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং আবাসিক স্কুল এতে অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা।
ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারা মেডিকেল, ডেন্টাল, বায়ো টেকনোলজি, ফার্মেসি, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, আর্কিটেকচারসহ বিভিন্ন বিষয়ে স্পট অ্যাডমিশনের সুযোগ দিচ্ছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। এছাড়া কোর্স ফি, ইন্সটলমেন্ট সিস্টেম, কোর্সের ডিমান্ড সম্পর্কেও বিস্তারিত জানার সুযোগ রয়েছে মেলায়।
এর আগে গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থার অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা ওখানে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে তোলার সুযোগ পাবে। এই শিক্ষা মেলা বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে পড়ার অনেক সুযোগ করে দেবে।