বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ সংস্কার ও বাস্তবায়নের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ প্রয়োগ না করায় মালিকেরা লাগামহীনভাবে প্রতিবছর ভাড়া বৃদ্ধি করে চলেছেন। ফলে নিম্ন-মধ্যবিত্ত মানুষের আয়ের ৬০ থেকে ৭০ ভাগ টাকা বাসা ভাড়া হিসেবে দিতে হচ্ছে। বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনে ভাড়াটিয়ারা আজ দিশেহারা।
তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি করছি আইন সংস্কারের পূর্বেই ২০১৮ সাল থেকে বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে প্রজ্ঞাপন জারি করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা, মায়া বেগম, মো. শামীম, গাজী মো. নুরে আলম প্রমুখ।