মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠা-নামার তিনটি সিঁড়ি সরানো হয়েছে। উচ্চ আদালতের আদেশের পর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় সিঁড়ি তিনটি অপসারণ করে ফ্লাইওভারটির নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
উচ্চ আদালতের আদেশের পর গত ১১ জুলাই সিঁড়ি তিনটি দিয়ে ওঠা-নামার পথ বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে গত মঙ্গল ও বুধবার দুটি সিঁড়ি অপসারণে কাজ করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
এর আগে গত ৩১ মে ২ সপ্তাহের মধ্যে মাঝপথ থেকে ফ্লাইওভারে উঠার সিঁড়ি অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের করা লিভ টু আপিল গত ১০ জুলাই খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ।
উল্লেখ্য, যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠার জন্য সিঁড়ি ও বাসস্টেশন ছিল। এসব স্টেশনে বাস ও লেগুনা থামিয়ে যাত্রী উঠানামার কারণে প্রায় দুর্ঘটনা ঘটতো। গত ৩-৪ মাসে ফ্লাইওভারের ওপরে ১০ জনের বেশি লোক মারা গেছেন।