উত্তরা এপার্টমেন্ট প্রকল্পে ৪র্থ পর্যায়ে ফ্ল্যাট পেলেন ২২৫ জন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পে ৪র্থ পর্যায়ে ফ্ল্যাট পেলেন ২২৫ জন

উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ১৮ নং সেক্টরে নির্মানাধীন ৪র্থ পর্যায়ে ১৬৫৪ বর্গফুট আয়তনের ‘এ’ শ্রেণির ফ্ল্যাট বিভিন্ন পেশা ও ক্যাটাগরি অনুযায়ী ২২৫ জন বৈধ আবেদনকারীকে বরাদ্দের জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জুন মাসের বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচিত ব্যক্তিদের তালিকা আজ বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

তালিকা অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটায় ফ্ল্যাট বরাদ্দ পেয়েছেন ৬ জন, সাংবাদিক ২ জন, সরকারি কর্মকর্তা ৪৫ জন, ব্যবসায়ী ৫৪ জন, বেসরকারি চাকরিজীবী ৩৭ জন, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ১ জন, প্রবাসী ৯ জন, সংসদ সদস্য ১ জন, আইনজীবী ২ জন, কৃষি বিজ্ঞানী ৬ জন, ইঞ্জিনিয়ার ২ জন, চিকিৎসক ২ জন, প্রতিবন্ধী ১ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ৫৭ জন।

razuk

বাংলাদেশ