ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি গার্মেন্টে শ্রমিকের হিট স্ট্রোকে নিহতের ঘটনায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কের৮-১০টি গাড়ি ভাঙচুর করে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পুরান টিপুরদী এলাকার ইউসান নামের এক গার্মেন্টের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়ক অবরোধ করে। এসময় শ্রমিকরা গার্মেন্ট কর্তৃপক্ষের গাফলতি ও অবহেলাকে দায়ি করে মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে কাঁচপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার টিপুরদী এলাকায় অবস্থিত ইউসান গার্মেন্টে বুধবার রাতে জোসনা নামের এক শ্রমিক হিট স্ট্রােকে আক্রান্ত হয়। এসময় ওই শ্রমিক গার্মেন্টে ছটফট করতে থাকে। দীর্ঘ সময় পর ওই শ্রমিককে গার্মেন্ট কর্তৃপক্ষ মোগরাপাড়া চৌরাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ওই শ্রমিকের মৃত্যু হয়।
এ খবর বৃহস্পতিবার সকালে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে ৮-১০টি গাড়ি ভাংচুর করে। অবরোধের কারণে মেঘনা টোল প্লাজা থেকে শুরু করে কাঁচপুর কিউট পল্লী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। পরে গার্মেন্ট কর্তৃপক্ষ ঘটনার পর গার্মেন্ট ছুটি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গার্মেন্ট এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউসান গার্মেন্টের শ্রমিক রোকেয়া বেগম, কাউসার ও আরিফা বলেন, কারখানার শ্রমিক জোসনা বেগম স্ট্রোক করার পর ফ্লোরে ছটপট করছিল। কিন্তু গার্মেন্ট কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ শ্রকিককে বাঁচাতে অ্যাম্বুলেন্স এনে হাসপাতালে নেওয়ার দরকার ছিল। কিন্তু দীর্ঘ সময় পর তাকে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে জোসনা বেগমা মারা যান। এ মৃত্যুর জন্য গার্মেন্ট কর্তৃপক্ষের গাফলতিই দায়ী।
এ বিষয়ে ইউসান গার্মেন্টের পরিচালক ওমর ফারুক টিটু বলেন, শ্রমিক নিহতের ঘটনায় গার্মেন্ট কর্তৃপক্ষের কোনো গাফলতি ছিল না। সঠিক সময়ে ওই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকরা ভুল বুঝে আন্দোলনে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গার্মেন্ট ছুটি দেওয়া হয়েছে।
কাঁচপুর শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক থেকে তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মেতায়েন করা হয়েছে।