ভারতের হিমাচল প্রদেশের রামপুরের কাছে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট বাস উল্টে খাদে পড়ে যাওয়ায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বাসটি দুর্ঘটনার শিকার হয়।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উদ্ধারকারী দল এবং ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের একটি টিম।
বাসটি রেকং পিউ থেকে সোলানের কিন্নাউরের দিকে যাত্রা করেছিল। কিন্তু রাজধানী শিমলা থেকে ১২০ কিলোমিটার দূরের রামপুরের ন্যাশনাল হাইওয়ে-৫য়ের কাছেই বাসটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।