ভারতের বোলিং ও ব্যাটিং কোচ বেছে নেয়ার ক্ষেত্রে প্রধান কোচের মতামতকে প্রাধান্য দেয়া হয়। প্রধান কোচের পছন্দই বড় কথা। এবার আর সেটা হয়নি।
শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলির সমন্বয়ে গঠিত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) বোলিং ও ব্যাটিং পরামর্শকের নাম ঘোষণা করা হয়। ব্যাটিং পরামর্শক হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করা হয়। বোলিংয়ে জহির খান।
অ্যাডভাইজরি কমিটির পরামর্শে যাদের নাম ঘোষণা করা হয়, তাদেরকে কি পছন্দ শাস্ত্রীর? বোধ হয়, না। ব্যাটিং পরামর্শক হিসেবে শচীন টেন্ডুলকারকে চান ভারতের নতুন এই কোচ। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিকের পরামর্শে কোহলিরা আর ভালো করবেন বলে মনে করেন শাস্ত্রী।
সূত্র জানিয়েছে, ‘স্বল্প মেয়াদে শচীনকে ব্যাটিং পরামর্শক হিসেবে চান শাস্ত্রী। বোর্ডের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন তিনি। তাই পরামর্শক কমিটি ও প্রধান কোচের মধ্যে আরও একবার মতপার্থক্যের দেখা দিল।’